বর্তমান শিক্ষা ব্যবস্থা
লিখেছেন লিখেছেন মোঃ মোরশেদুল আলম আরিফ ১১ আগস্ট, ২০১৫, ০১:১১:১৩ দুপুর
বর্তমানে বাংলাদেশে শিক্ষা পদ্ধতিকে সৃজনশীল করা হলেও আসলে
এতে কোন লাভ-ই হয় নি। এখনো শিক্ষা পদ্ধতিতে রয়েছে বেশ
কিছু ত্রুটি। আসলেই কি এতে সৃজনশীলতা প্রকাশ পাচ্ছে?
যেকোনো বই এর দোকানে গেলেই দেখা যায় বিভিন্ন বিষয়ে
গাইড বই। গাইড মুখস্থই যদি করতে হয়, তাহলে শিক্ষা পদ্ধতি বদলিয়ে লাভ টা
কি হল? শিক্ষা গলধঃকরণ করা ও শিক্ষা অর্জন করার মধ্যে অবশ্যই ব্যাপক
পার্থক্য রয়েছে। শিক্ষাব্যবস্থার কথা বলতে গেলে প্রথমেই আমি
বলবো বইপত্রের কথা। আমরা এখন স্কুলে যেসব বিষয়ে পড়ছি তার
সবগুলোই কি আমাদের সবার দরকার? আমার মতে যার যেই বিষয়ে
আগ্রহ তার সেই বিষয়ের প্রতি বেশি জোর দেওয়া উচিত। উন্নত সব
দেশেই এই সুযোগ আছে। এছাড়া বলা যায়, বিজ্ঞান এবং অন্যান্য বই তে
অনেক ব্যাপারে আলোচনা করা আছে কিন্ত তার সঠিক প্রয়োগ
কিভাবে করতে হবে, তা বলা নেই। প্রয়োগ করতে না জানলে
শিখে কি কোন লাভ আছে? নবম ও দশম শ্রেণীতে কম্পিউটার শিক্ষা
বলতে শেখানো হয় কিভাবে ফাইল কপি-পেস্ট করতে হয়। এখনকার
যুগে দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও এর চেয়ে বেশি কাজ
পারে। তারচেয়ে যদি এইচ.টি.এম.এল অথবা সি++ শেখানো হত,
তাহলেও অনেক উপকার হত।
২০১৫ এর রেজাল্ট দেখে মনে হয় স্কুল কলেজে পড়ালেখা হয় না। সরকার বলছে হরতাল আর অবরোধের কারণে রেজাল্ট খারাফ হচ্ছে। অন্যজনের এই কথা শুনে কি মনে হয় জানি না তবে আমার খুব হাসি পাই।
রেজাল্ট খারাফের পেছনে বর্তমান শিক্ষা ব্যবস্থা কী দায়ী নয়?
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু ব্যবসায়ীরাও কম যায়না, তারা আগের চেয়েও মোটা-সোটা সৃজনশীল পদ্ধতির গাইড আবিস্কার করে ফেললো। এবার ডাবল ব্যবসা ঠেকাবে কে?
মন্তব্য করতে লগইন করুন